বাংলাদেশ

নরেন্দ্র মোদীর জন্য প্রস্তুত বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ মার্চ দু’দিনের বাংলাদেশ সফর মোদীর। আর সেই নিয়ে বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন জানান, ভারত–বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী। তাঁর নেতা আসছেন এটাই তো আনন্দ।
এদিন আবদুল মোমেন বলেন, ‘‌বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নেতা আসছেন এটাই তো আনন্দের বিষয়।’‌ নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে কোনও কথা হবে কি না তা জানা যায়নি। তবে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মোদীর বাংলাদেশ সফরে কি তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে? উত্তরে আবদুল মোমেন বলেন, ‘‌তিস্তা চুক্তি তো ১০ বছর আগেই সই হয়ে গিয়েছে। বাস্তবায়ন হয়নি। তাঁর আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠান।’‌
তিনি আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ইস্যু তুলে ধরবেন। নরেন্দ্র মোদী বারবার জানিয়েছেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির ভিত্তিই হল বাংলাদেশ। তাই ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে টিকা বণ্টন কিংবা অন্য কোনও ক্ষেত্রে বারবার প্রতিবেশী দেশগুলির মাধ্যমে অগ্রাধিকার পায় বাংলাদেশ।