দেশ লিড নিউজ

মোদীকে বাংলার হিংসার তথ্য দিলেন শুভেন্দু

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে আজই বৈঠক করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বুধবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন তিনি। প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক হয় দু’জনের। সূত্রের খবর, একুশের নির্বাচন পরবর্তী বাংলার হিংসা নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়। বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফলও হয়নি বিজেপির। তাই কীভাবে বিজেপি আগামী দিনে এগোবে, সেই স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে।
আজ শীর্ষ নেতৃত্বের ডাকে দিল্লি পাড়ি দেন অর্জুন সিং, সৌমিত্র খাঁ এবং নিশীথ প্রামাণিক। তবে কী বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা হবে তা জানা যায়নি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুভেন্দু টুইটে লেখেন, ‘‌আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ধন্য। প্রায় ৪৫ মিনিট ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’‌ এই অন্যান্য বিষয়টি ঠিক কী তা তিনি খোলসা করেননি।
নির্বাচনে বিজেপির ভরাডুবির কারণ খুঁজতে মঙ্গলবার কলকাতায় বৈঠক ছিল। সেই বৈঠকে গরহাজির ছিলেন মুকুল রায় এবং ‘বেসুরো’ রাজীব বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে অস্বস্তিতে বিজেপি। শোনা যাচ্ছে, ওই বৈঠকেই আবার বিধানসভা নির্বাচনে দলের নীতির বিরোধিতা করেছেন অর্জুন সিং। আবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ডাকা বাঁকুড়ার সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ।
এই পরিস্থিতিতে তিন সাংসদকে দিল্লিতে তলবের নেপথ্য কারণ নিয়ে চলছে নানা গুঞ্জন। সূত্রের খবর, ভোট পরবর্তী বাংলার অবস্থা জানতে এই তিন বিজেপি সাংসদকে তলব। শুভেন্দু বর্তমানে দিল্লিতেই রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন তিনি। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি।