বাংলাদেশ লিড নিউজ

বাংলাদেশ সফরে পাঁচ চুক্তিতে সাক্ষর ভারতের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকাশমান বাংলাদেশকে বিশ্বে শক্তিশালী পরিবর্তনের উদাহরণ হিসেবে উল্লেখ করলেন। তিনি বলেন, ‘‌বাংলাদেশের এই প্রচেষ্টায় সহযাত্রী ভারত। ভারত আজ সকলের সঙ্গে, সকলের বিকাশ ও বিশ্বাস এই মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে। বাংলাদেশও এতে সহযাত্রী। বাংলাদেশ আজ বিশ্বের সামনে বিকাশ আর পরিবর্তনের একটি শক্তিশালী উদাহরণ পেশ করছে।’‌ প্রধানমন্ত্রীর দু’‌দিনের বাংলাদেশ সফরে মোট ৫টি চুক্তিতে সাক্ষর করল ভারত। কথা হয়েছে তিস্তা ও ফেনীর নদীর জলবন্টন নিয়েও।
ঢাকায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘‌যেভাবে দুই দেশের সরকার ভারত–বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ককে শক্তিশালী করছে, সাংস্কৃতিকভাবে সেই কাজই ঠাকুরবাড়ি এবং শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের বার্তা বহু দশক ধরে করে আসছে। একদিকে এই স্থান ভারত–বাংলাদেশের আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র। আমাদের সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক।’‌ বাংলাদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একাধিক চুক্তিতে সাক্ষর করেছে ভারত। তার মধ্যে রয়েছে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, খেলাধুলা, বাণিজ্য ও প্রযুক্তি। ওইসব চুক্তির ফলে দু’‌দেশের মানুষ বিশেষ করে তরুণরা বিশেষ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন মোদী।
সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দিরের পাশে একটি কমিউনিটি হল ও সাইক্লোন সেন্টার নির্মাণের ঘোষণা করেন নরেন্দ্র মোদী। মন্দির পরিদর্শন ও পূজার্চনার শেষে তিনি এই ঘোষণা করেন। মোদী বলেন, ‘‌যে কোনও সামাজিক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় যাতে স্থানীয়রা কমিউনিটি হলটি ব্যবহার করতে পারে, সেভাবেই এটি তৈরি করা হবে। প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে তারা নিরাপদ আশ্রয়ে থাকতে পারে সে জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে। মোদী–হাসিনা বৈঠকে বহুদিন ধরে পড়ে থাকা তিস্তা ও ফেনী নদীর জলচুক্তি নিয়েও কথা হয়েছে বলে খবর। বিদেশ সচিব হর্ষ বর্ধন সিংলা জামান, হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে এই নিয়ে বিস্তারিত কথা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, নদীর জল নিয়ে দু’‌দেশের সহযোগিতা বজায় থাকবে। পাশাপাশি ফেনি নদীর জলবন্টন নিয়েও কথা হয়েছে।