বাংলাদেশ

মিতালি এক্সপ্রেসের সূচনায় মোদী–হাসিনা

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ এবং ভারত–বাংলাদেশ কূটনীতিক সম্পর্কের ৫০তম বছর উপলক্ষ্যে গোটা বাংলাদেশটাই এখন যেন একটা মঞ্চ। রাজধানী ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডের ‘মুজিব চিরন্তন’–এর ১০ দিনের মূল অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বিশ্বনেতারা। বুধবার আসছেন ভুটানের প্রধানমন্ত্রী। সর্বশেষ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ঢাকায় পা রাখতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ২৭ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ঢাকা–শিড়িগুড়ি যাত্রীবাহী ট্রেন ‘মিতালি এক্সপ্রেস’–এর সূচনা। এই ট্রেন ঢাকার সেনানিবাস রেলস্টেশন থেকে নীলফামারীর চিলাহাটি হয়ে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করবে। এখন ভারত–বাংলাদেশের মধ্যে ঢাকা-কলকাতা রুটে চলে ‘মৈত্রী এক্সপ্রেস’ এবং খুলনা–কলকাতা রুটে চলে ‘বন্ধন এক্সপ্রেস’। রেলওয়ে ভবন সূত্রে খবর, বাংলাদেশে ব্রডগেজ ট্রেনের কোচ নেই। এই জন্য ভারতের কোচ দিয়েই যাত্রীবাহী ট্রেন চালু করার সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পথের দূরত্ব ৫৯৫ কিলোমিটার। যার মধ্যে ৫২৬ কিলোমিটারই পড়েছে বাংলাদেশে। বাংলাদেশের তরফে দূরত্ব বিবেচনা করে ট্রেনের আয় দুই দেশের মধ্যে ভাগাভাগির একটি প্রস্তাবও ভারতকে দেওয়া হয়েছে।