দেশ ব্রেকিং নিউজ

মোদীকে খুনের হুমকি জঙ্গিদের

আবার আতঙ্কে দেশে। কারণ প্রাণনাশের হুমকি এল পাকিস্তান থেকে। এবার উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সরিতা ভাদুড়িয়াকে প্রাণনাশের হুমকি দেওয়া হল হোয়াটসঅ্যাপে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের লোগো লাগানো ছিল সেই মেসেজে। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–সহ বহু বিজেপির শীর্ষস্থানীয় নেতাদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে। মেসেজ পাওয়ার পরই পুলিশের দ্বারস্থ হয়েছেন ইটাওয়ার বিধায়ক।
সাইবার কর্মীরা ইতিমধ্যেই মেসেজগুলি খতিয়ে দেখে বোঝার চেষ্টা করছেন, মেসেজটি কোথা থেকে পাঠানো হয়েছে। মোট আটটি হুমকি মেসেজ পেয়েছেন সরিতা। এই মেসেজে আইএসআইয়ের লোগোর পাশাপাশি নম্বরটির আইএসডি কোডও পাকিস্তানের। মেসেজগুলিতে পরিষ্কার হুমকির ভাষায় বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী–সহ বিজেপি নেতাদের টার্গেটে করা হয়েছে। যা নিয়ে দেশের অভ্যন্তরে চাঞ্চল্য তৈরি হয়েছে।
উত্তরপ্রদেশের এই বিধায়ক জানান, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত মোট আটটি মেসেজ এসেছে। সব মেসেজেই আইএসআইয়ের লোগো। প্রতিটারই আইএসডি কোড +৯২। অর্থাৎ পাকিস্তানের নম্বর। আমাকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী–সহ শীর্ষস্থানীয় বিজেপি নেতাদেরও খুন করার হুমকি দেওয়া হয়েছে।
ইটাওয়ার জেলাশাসক শ্রুতি সিং ও পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট আকাশ তোমরকে অভিযোগ জানান বিধায়ক। আকাশ তোমরের কথায়, আমরা সরিতা ভাদুড়িয়াকে পাঠানো মেসেজটির ব্যাপারে জানতে পেরেছি। আমরা তদন্ত শুরু করে দিয়েছি।