বছরের শুরুতেও তাঁদের পথ যে আলাদা তা বুঝিয়ে দিলেন যুযুধান প্রতিপক্ষ। ২০২০ সালটা কেটেছে বিভীষিকাময়। বছরের বেশিরভাগ সময়টা কেটেছে ঘরবন্দি হয়ে। দুঃসহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে সমাজের সর্বস্তরের মানুষদের। প্রাণ গিয়েছে বহু মানুষের। এক কোটিরও বেশি দেশবাসী আক্রান্ত হয়েছেন মারণ করোনা ভাইরাসে। নতুন বছরেও যেন সেই ছবির পুনরাবৃত্তি না হয়, প্রথম দিন সেই প্রার্থনাই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নতুন জাতের করোনা নিয়ে চিন্তিত সকলেই। নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর মুখে উঠে এল সুস্বাস্থ্যের কথা।
শুক্রবার দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২১ সাল ভাল কাটুক। নতুন বছরে সকলের সুস্বাস্থ্য বজায় থাকুক। আনন্দ—সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন।’ নতুন বছরের প্রথম দিনই বহু প্রতীক্ষিত লাইট হাউস প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে দেশের ৬টি শহরে লাইট হাউস তৈরির কাজ শুরু হবে। প্রধানমন্ত্রীর দাবি, এই প্রকল্প দেশের শহরাঞ্চলের কাঠামো বদলে দেবে।
এরপরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে সরকারকে খোঁচা দিতে ছাড়েননি। কৃষি বিক্ষোভের প্রসঙ্গ সরাসরি না তুললেও, নতুন বছরে টুইটে রাহুল লেখেন, ‘গতবছর আমরা যাদের হারিয়েছি, নতুন বছরের শুরুতে তাঁদের স্মরণ করি। যারা আমাদের রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যে সমস্ত কৃষক এবং শ্রমিকরা অসৎ শক্তির বিরুদ্ধে সম্মান এবং সততার সঙ্গে লড়াই করছে, আমার হৃদয় সবসময় তাঁদের সঙ্গে থাকবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
উল্লেখ্য, দেশে নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করছেন। গোটা দেশ যখন, বর্ষবরণের আনন্দে মাতোয়ারা, তখন দিল্লি–হরিয়ানা সীমান্তে কনকনে ঠান্ডায় রাত কাটিয়েছেন হাজার হাজার কৃষক। তাঁরা জানিয়েও দিয়েছেন, কেন্দ্র যতদিন না দাবি মানছে, ততদিন নতুন বছরের উৎসবে মাতবেন না। কংগ্রেস সাংসদ বছরের প্রথমদিন সেই কৃষকদের পাশে থাকারই বার্তা দিলেন।