দেশ ব্রেকিং নিউজ

বিশেষ বার্তা মোদী–মমতার

ভোট চতুর্থীতে মহিলা এবং তরুণদের দিকে বিশেষ নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তিন দফা ভোটের মতো এই দফাতেও রেকর্ড সংখ্যায় ভোটদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, এবার ব্যতিক্রম হল, এই দফায় আলাদা করে উল্লেখ করলেন তরুণ এবং মহিলাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশেষভাবে মা–ভাই–বোনেদের রেকর্ড হারে ভোটদান করতে অনুরোধ করেছেন।
চতুর্থ দফার ভোটে প্রধানমন্ত্রীর টুইট, পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। আজকের ভোটদাতাদের কাছে রেকর্ড সংখ্যায় ভোটদানের আহ্বান জানাচ্ছি। তরুণ ও মহিলা ভোটারদেরও বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর টুইট, আমি বাংলার সকল মা, ভাই ও বোনেদের আবেদন করব, সকলে আজ বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।
মোদী–মমতার অরাজনৈতিক টুইটের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটে আবার পুরদস্তুর রাজনীতির গন্ধ। তিনি সাফ বলছেন, তোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে আপনার ভোট বাংলায় একটি বাংলার উন্নয়ন এবং প্রগতি সুনিশ্চিত করতে পারে। তাই সকলের কাছে আমার অনুরোধ, বিশাল সংখ্যায় ভোট দিন। বিশেষ করে প্রথমবারের ভোটাররা।