রাজ্য

ফের রাজ্য সফরে মোদী–শাহ

একুশের নির্বাচনে বাংলা বিজয় নিশ্চিত করতে চায় বিজেপি। কিন্তু বাস্তব তা বলছে না। একাধিক সমীক্ষা করেই দেখা যাচ্ছে আসন সংখ্যা বাড়লেও ক্ষমতায় আসতে পারছে না বিজেপি। সেখানে ২০০ আসনের লক্ষ্যমাত্রা কার্যত স্বপ্নই থেকে যাবে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের জোরকদমে ভোটের প্রচারে নেমে পড়ার নির্দেশও দিয়েছেন। তবে শুধু দলীয় নেতাদের নির্দেশ দিয়েই ক্ষান্ত নন। তিনি নিজেও ফের আসছেন ভোটমুখী বাংলায় প্রচারে।
রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী ৭ দিনের মধ্যে দু’‌দিন করে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে আসছেন শাহ। তারপর আসছেন মোদী। রবিবার রাজ্যে আসছেন অমিত শাহ। তারপর পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রোড–শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরদিন ১৫ তারিখ, সোমবার, বাঁকুড়ায় রানিবাঁধে ও ঝাড়গ্রামে যাবেন তিনি। আসলে তাঁদের করানো সমীক্ষা রিপোর্টেই ঘুম উড়ে গিয়েছে।
আবার শাহের পরই রাজ্যে আসছেন মোদী। ৭ মার্চের ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের বঙ্গ সফরে মোদী। ১৮ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রাজ্য বিজেপি সূত্রে খবর, ১৮ মার্চ পুরুলিয়ায় যাবেন মোদী। তারপর একদিন বাদে ফের ২০ তারিখে আবার নির্বাচনী প্রচারে বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী। ২০ মার্চ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তাঁর কর্মসূচি রয়েছে। যদিও মোদীর সফর চূড়ান্ত হলেও, রাজ্য বিজেপির তরফে এখনও তার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে, ওই সমীক্ষা রিপোর্টে যে জায়গাগুলি থেকে ভোটব্যাঙ্ক ধসে পড়ার কথা বলা হয়েছে সেখানেই জোর প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে।