দেশ লিড নিউজ

করোনা লড়াইয়ে হাতিয়ার যোগ, দাবি প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাসের বিরুদ্ধে চলছে বিশ্বজোড়া লড়াই। ভারতের লড়াই আরও কঠিন। সদ্য সামলে উঠেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। কিন্তু তৃতীয় ঢেউ রক্তচাপ তৈরি করছে সরকারের। সোমবার সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস হিসবে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, যোগ করোনার বিরুদ্ধে লড়াই করার শক্তি জুগিয়েছে দেশবাসীর মনে। নরেন্দ্র মোদীর কথায়, ‘যোগ যে শুধু শারীরিক সুস্থতা বাড়ায়, এমন নয়। এটি মানসিক সাস্থ্যের খেয়াল রাখে’।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘চিকিৎসকরাও আজ রোগীদের সুস্থ করতে যোগব্যায়ামের পরামর্শ দিচ্ছেন। হাসপাতালের চিকিৎসক, নার্সরা অনুলোম বিলোম শেখাচ্ছেন, এমন দৃশ্যও দেখা গিয়েছে। বিশ্বমানের বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের অনুশীলনগুলি শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়াকে আরও ভাল করে তোলে’। এদিন আন্তর্জাতিক যোগ দিবসে তাই মোদীর মুখে যোগব্যায়ামের প্রশংসা ঝরে পড়ে। তিনি জানান, ‘যোগ মানুষের মনে বিশ্বাস জাগিয়ে তোলে যে তারা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে’।

উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। ২০১৪ সালে সর্বসম্মতিক্রমে এই দিনকে যোগব্যায়ামের উপকারিতার জন্য আন্তর্জাতিক স্তরে গ্রহণ করা হয়েছে। ১৭৭টি দেশ এই প্রস্তাবে সম্মতি পোষণ করেছিল।