একুশের নির্বাচনেরপর প্রশ্ন উঠেছিল, মোদীর ক্যারিশ্মা কী আর আছে? তিন মাসের মধ্যে উত্তর এল— টুইটারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছলেন নরেন্দ্র মোদী। তাঁর ফলোয়ার সংখ্যা ৭০ মিলিয়ন অর্থাৎ ৭ কোটি ছাড়িয়ে গিয়েছে। এটাই রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি মোদীর ফলোয়ার সংখ্যা। জনপ্রিয়তায় পরের স্থানেই রয়েছেন পোপ ফ্রান্সিস। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৫৩ মিলিয়ন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটার যাত্রা শুরু করেন মোদী। ২০১০ সালে ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছিল ১ লক্ষে। গত বছর জুলাইয়ে তা ৬ কোটি পেরোয়। আর এবার মাত্র ১ বছরের ব্যবধানে শীর্ষে উঠলেন ভারতের প্রধানমন্ত্রী।
তবে আগে রাজনীতিবিদের তালিকায় টুইটারে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের শেষে ওয়াশিংটনে ক্যাপিটল হিল–কাণ্ডের পর ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড করে টুইটার তার পর থেকেই বিশ্বের সক্রিয় রাজনীতিবিদদের টুইটারে ফলোয়ারের সংখ্যার বিচারে শীর্ষে চলে আসেন নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, এখন টুইটারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ার সংখ্যা ৩০.৯ মিলিয়ন। বারাক ওবামার ফলোয়ার সংখ্যা ১২৯.৮ মিলিয়ন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকরের ফলোয়ারের সংখ্যা ৭.১ মিলিয়ন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফলোয়ার সংখ্যা ২৬.৩ মিলিয়ন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফলোয়ার সংখ্যা ১৯.৪ মিলিয়ন।