পদ্মাপারের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। একদিনে ৩ হাজার ৩৬০ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ল। বৃহস্পতিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৪৯৪ জন। ওই দিন এই মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ৪১ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ২৩৮ জন।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মারণ রোগকে জয় করার জন্য মনে সাহস রাখতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপ্তি ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘কোনও মৃত্যুই কাম্য নয়। করোনার ভয়কে জয় করতে হবে। মরার আগে মরব কেন?’
বিশ্বজুড়ে সংক্রামিত ১ কোটি ২২ লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা দাঁড়ায় সাড়ে পাঁচ লক্ষেরও বেশি। ব্রাজিলে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষের কিছু বেশি, মৃত ৬৮০৮৯। আমেরিকার পরিস্থিতিও শোচনীয়। সংক্রামিতের সংখ্যা ৩২ লক্ষের কাছাকাছি, প্রাণ গিয়েছে ১ লক্ষ ৩৫ হাজারেরও বেশি বাসিন্দার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানেরও মত, করোনা মোটেই নিয়ন্ত্রণে আসেনি। একটি স্বাধীন প্যানডেমিক রেসপন্স প্যানেল তৈরি করেছে হু। যার নেতৃত্বে থাকবেন নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। তবে সংস্থার বক্তব্য, এই লড়াইয়ে গোটা পৃথিবী একজোট না হলে পুরোটাই অনর্থক।