মাস্টারস্ট্রোক দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসে আর্থিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ৭২,৭৫০ কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। গণভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই ঘোষণা দেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যমে সেই খবর সরাসরি সম্প্রচার করা হয়।
তিনি জানান, এই সহায়তা প্যাকেজ থেকে বৃহৎ শিল্প খাতে ৯% হারে ৩০ হাজার কোটি টাকা ঋণ সুবিধা দেওয়া হবে। তার মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ৪.৫% অর্থ সরকার ভর্তুকি দেবে সরকার। ক্ষুদ্র ও মাঝারি খাতে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ৪% সুদে ২০ হাজার কোটি টাকা ঋণ সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে সরকার ৫% অর্থ সরকার ভর্তুকি দেবে সরকার।
কয়েক বছর ধরে ক্রমাগত বেড়ে চলা জিডিপির হ্রাস পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্থিক পরিস্থিতিকে সচল রাখার জন্য তিন ধাপে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি জানান।
আশু, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে।