Trinamool Congress national spokesman Derek O'Brien raised the question about the financial package announced by the Prime Minister. Because the Prime Minister announced the financial package, he did not say any details about how it will be allocated in which sector. According to the source, India is going to follow the path shown by Britain. In this package, everything has been focused on land and labor.
অর্থনীতি দেশ

প্রধানমন্ত্রীর প্যাকেজকে একহাত ডেরেকের

২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ আসবে কোথা থেকে? নতুন করে টাকা ছাপিয়ে নাকি ধার করে? এবার প্রধানমন্ত্রীর ঘোষণা করা আর্থিক প্যাকেজ নিয়ে এই প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। এদিকে ব্রিটেনের দেখানো পথ অনুসরণ করেই মেগা আর্থিক প্যাকেজ ঘোষণা করল ভারত বলে কয়েকটি সূত্রের তরফে খবর।
২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়েই বেশ কিছু প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কারণ প্রধানমন্ত্রী আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন, কোন খাতে কীভাবে তা বরাদ্দ করা হবে, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি। ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‌আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন ভাল কথা। কিন্তু টাকাটা আসবে কোথা থেকে? নতুন করে টাকা ছাপানো হবে, নাকি ধার করে আসবে? পুরনো প্রকল্পগুলি রি–প্যাকেজিং করে নাকি কর ছাড় দিয়ে আসবে? প্রধানমন্ত্রী ভাষণে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে কিছু ছিল না। ক্রীতদাসে পরিণত হচ্ছেন। পিএম কেয়ার ফান্ড, রাজ্যগুলির পাওনা টাকা নিয়েও কোনও কথা হয়নি। বিস্তারিত বিবরণ কোথায়?’‌
অন্যদিকে অর্থনৈতিক ধস নেমেছে বিশ্বের তাবড় তাবড় দেশে। এই ধস ঠেকাতে গত মার্চে ৩০ বিলিয়ন পাউন্ডের আর্থিক সাহায্য ঘোষণা করে ব্রিটেন। সে দেশের শ্রমবাজার, স্বাস্থ্য ব্যবস্থা এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে সাহায্যের জন্যে আরও ৩৩০ বিলিয়ন পাউন্ডের গ্যারান্টিযুক্ত ঋণ দেওয়ারও ঘোষণা হয়। সূত্রের খবর, ব্রিটেনের দেখানো পথেই হাঁটতে চলেছে ভারত। এই প্যাকেজে জমি–শ্রমিক সব কিছুর উপরই নজর দেওয়া হয়েছে। এই প্যাকেজে লাভবান হবে কৃষি, এমএসএমই, মধ্যবিত্ত, শ্রমিকশ্রেণি বলে জানাচ্ছে ওই সূত্রটি। বুধবার বিকেল চারটেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।