PM demand to reform WHO for control corona attack.
দেশ লিড নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের দাবি তুললেন প্রধানমন্ত্রী

করোনা মহামারীর বিরুদ্ধে একজোট হওয়ার সংকল্প নিল জি–২০ ভূক্ত দেশগুলি। আর করোনার জেরে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মোকাবিলায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার আর্থিক ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিল জি–২০। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই মহামারীর জেরে মূল্য দিতে হবে অর্থনীতিকে। তার মোকাবিলায় চাই পোক্ত পরিকল্পনা। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের দাবিও তুলেছেন প্রধানমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন–সহ অন্য সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। ওই বৈঠকে স্থির হয়েছে, বিশ্ব অর্থনীতিকে বাঁচাতে ঢালা হবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। একজোট হয়ে বৃহত্তর প্রেক্ষাপটে স্বচ্ছ, বৃহৎ এবং বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ দরকার। পারস্পরিক সহযোগিতায় করোনার প্রতিষেধক আবিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, চিকিৎসা গবেষণার ক্ষেত্রে সদস্য দেশগুলিকে আরও খোলামেলা মনোভাব দেখাতে হবে। গত শতাব্দীর ব্যবস্থা ছেড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের পক্ষেও সওয়াল করেন নরেন্দ্র মোদী। তাঁর যুক্তি, প্রতিষেধক আবিষ্কার বা আগাম সতর্কতা করোনার মোকাবিলায় হু–র কাছে কোনও ব্যবস্থাই ছিল না।