দেশ

শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী

পথে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হল ভিনরাজ্যের ২৪ জন শ্রমিকের। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে এই বাংলার শ্রমিকরাও। শনিবার টুইট করে মোদী বলেন, উত্তরপ্রদেশের অউরিয়ায় যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। সরকার উদ্ধারকাজে হাত লাগিয়েছে। দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এই দুর্ঘটনার পর নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ সরকার। পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের থেকে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি। টুইট বার্তায় প্রধানমন্ত্রী আরও লেখেন, উত্তরপ্রদেশের দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সরকার যথাসম্ভব ত্রাণকার্যে সাহায্য করার চেষ্টা করছে। আমি এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকপ্রকাশ করে টুইট করেন। তিনি লেখেন, উত্তরপ্রদেশের সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরে আমি অত্যন্ত মর্মাহত। আমি আমার নিহত পরিযায়ী ভাই বোনদের পরিবারকে সমবেদনা জানাতে চাই। তাঁদের আত্মার শান্তি কামনা করছি। যারা এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আর নির্দেশ দিয়েছেন, আহতদের যেন দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। কানপুরের আইজি–কে তিনি নির্দেশ দিয়েছেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে।