মঙ্গলবারই শেষ হচ্ছে দেশে ২১ দিনের লকডাউনের মেয়াদ। ফলে আবার শোনা যেতে পারে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ। ফলে লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। এমনকী উঠে গেলেও তা জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শনিবার অবশ্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন তিনি। সেখানেই সব ঠিক হয়ে যাবে পরবর্তী পদক্ষেপ বলে সূত্রের খবর।
দেশের করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এখনই লকডাউন উঠে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে সর্বদল বৈঠকে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর তাতেই এখন আতঙ্কিত দেশের মানুষজন। এবার অবশ্য লকডাউন বাড়লে কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হবে বলে সূত্রের খবর। সব শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির দরজা এখনই খোলা হবে না বলে সরকার সূত্রে খবর। তবে খেটে খাওয়া মানুষের কী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
লকডাউনের ফলে অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে চলেছে বলে আগেই সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। করোনার জেরে যে ক্ষেত্রগুলি সবচেয়ে ক্ষতির মুখে, তার মধ্যে অন্যতম অসামরিক বিমান পরিবহণ। মাঝের আসন খালি রেখে কোনও কোনও রুটে বিমান চলাচল শুরু হতে পারে বলেও সূত্রের খবর। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে সংখ্যা দাঁড়িয়েছে ৬,৪১২ এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯।