রেলের খানিকটা বেসরকারিকরণ ইতিমধ্যেই করা হয়েছে। এবার রেলের আয় বাড়াতে কোপ দেওয়া হল মধ্যবিত্তের পকেটে। বরাবরই দেশে প্ল্যাটফর্ম টিকিটের দাম পাঁচ টাকা থেকে দশ টাকা ছিল। তার থেকে বেশি কখনও প্ল্যাটফর্ম টিকিটের দাম ছিল না। সেখানে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে গিয়ে এদেশে প্ল্যাটফর্ম টিকিটের দাম এক লাফে বেড়েছে কয়েক গুণ। অঙ্কটা এখন ৫০ টাকা। আত্মীয়স্বজন–বন্ধুবান্ধবকে এবার থেকে প্ল্যাটফর্মের বাইরে ছেড়ে চলে যেতে হবে। আর তা না হলে গুণতে হবে কড়কড়ে ৫০ টাকা। এই টিকিটের মেয়াদ থাকবে দু’ঘণ্টা। এই টিকিটে তার বেশি সময় থাকা যাবে না। ট্রেন দেরিতেই আসুক আর সঠিক সময়ে।
জানা গিয়েছে, পুনে জংশন রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম করা হয়েছে ৫০ টাকা। ভারতীয় রেলের সাফাই, করোনার জন্যই তাদের এই পদক্ষেপ করতে হয়েছে। কারণ এই অতিমারির সময় অনেকেই অকারণে আত্মীয়কে ছাড়তে স্টেশনে চলে আসছিলেন দল বেঁধে। এতে সামাজিক দূরত্ব বজায় থাকছিল না। প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা করে দেওয়ায় এখন আর ভিড় হবে না। যদিও নেটদুনিয়ায় রেলের এই পদক্ষেপ নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে।
সূত্রের খবর, এতো সবে শুরু। আরও অনেক কিছুর দাম বাড়াতে চলেছে রেল। রেল দেশের অনেক জংশন স্টেশনেই প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বাড়িয়ে দেবে। করোনার আবহে যাত্রী সুরক্ষার জন্য ভারতীয় রেল একের পর এক নতুন পদক্ষেপ করবে। এবার থেকে স্টেশন চত্বরে নিনজা ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। কোথাও ভিড় হচ্ছে কি না, কেউ নির্ধারিত জায়গায় ছাড়া আবর্জনা ফেলছে কি না, এসবই দেখা হবে ড্রোনের মাধ্যমে।