প্লাস্টিক দূষণ রুখতে নয়া ভাবনা। এবার ভবঘুরে ও পথশিশুদের দিয়েই বাজিমাত করতে চায় এক স্বেচ্ছাসেবী সংস্থা। শহরে দেখা যায় যত্রতত্র প্লাস্টিক পড়ে রয়েছে। কিন্তু সেই প্লাস্টিক সরানোর লোক নেই। সেই সব প্লাস্টিক গিয়ে জমছে নিকাশি নালায়। এই দূষণ দূর করতেই কোমর বেঁধেছে সংস্থাটি। তারা ঠিক করেছে, সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন বাজার এলাকায় ক্যাম্প করবে তারা। সেদিন এই ‘সাফাই কর্মীদের’ পেট ভরে খাওয়ানো হবে ডিম-ভাত। তবে শর্ত একটা আছে। তা হল, সারা সপ্তাহে ৫০০ গ্রাম প্লাস্টিক সংগ্রহ করতে হবে।
লেক মার্কেট সংলগ্ন রাস্তায় এই উদ্যোগের সূচনা হয়েছে। সংস্থা সূত্রে খবর, বাজার এলাকা থেকে প্লাস্টিক দূরীকরণের লক্ষ্যে তাদের পথচলা শুরু হল। আগামীদিনে কলকাতার সব বাজার এলাকায় রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের সংখ্যাকে শূন্যে নামিয়ে আনাই তাদের লক্ষ্য। সংস্থার এক কর্মী দিগন্ত মণ্ডল জানান, হাতেগোনা কর্মী নিয়ে এই কাজ করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘এলাকার ভবঘুরে ও পথশিশুদের এই কাজে যুক্ত করার চেষ্টা করছি। শহরবাসীকে দূষণমুক্ত পরিবেশ উপহার দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবঘুরে ও পথশিশুদের পাশেও দাঁড়ানো যাবে। তার জন্য প্রত্যেকে একটি চটের ব্যাগ ও দু’টি গ্লাভস দেওয়া হয়েছে। সারা সপ্তাহের প্লাস্টিক ও ক্যাম্পে জমা করতে হবে তাদের।
এই কর্মসূচির সূচনার দিনেই লেক মার্কেট সংলগ্ন এলাকা থেকে প্রায় দু’কেজি প্লাস্টিক উদ্ধার করেছে সংস্থাটি। এই প্লাস্টিক উদ্ধারে হাত লাগিয়েছে এলাকারই পথশিশু, ভবঘুরে ও ধূপকাঠি বিক্রেতারা। তাদের কথায়, সপ্তাহে অন্তত একদিন হলেও ডিম-ভাত জুটবে। ৫০০ গ্রাম প্লাস্টিক কুড়োনো কোনও ব্যাপার নয়। এদিন ১০০ জন পথশিশু ও ভবঘুরেকে খাবার দেওয়া হয়।