আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

সাইবেরিয়ায় উধাও যাত্রীবাহী বিমান, চলছে তল্লাশি অভিযান

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে আচমকাই উধাও হয়ে গিয়েছে একটি যাত্রীবাহী বিমান। সূত্রের খবর, ওই বিমানটিতে ২টি শিশু সহ ২৮ জন যাত্রী ছিলেন। এছাড়া পাইলট সহ ৬ জন ক্রু মেম্বার ছিলেন ওই নিখোঁজ বিমানে। সাইবেরিয়ার পূর্ব প্রান্তের কামচাটকা পেনিনসুলায় বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ করা সম্ভব হয়েছিল বলে জানা যাচ্ছে। এন-২৬ নামের বিমানটি রাশিয়ার পেট্রোপাভলোভস্ক-কামচাস্কি থেকে যাত্রা শুরু করে পানানায় যাচ্ছিল।

 

ইতিমধ্যেই দুই হেলিকপ্টার ও কয়েকটি উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শুরু করেছে। উদ্ধারে রাশিয়ার সেনাবাহিনীও হাত লাগিয়েছে। তবে বিমানটি ভেঙে পড়েছে নাকি অন্যকোনও বিপদে পড়েছে সেটা জানা যায়নি। অনুমান, বিমানটি সম্ভবত সমুদ্রে ভেঙে পড়েছে।