আন্তর্জাতিক

বন্যা ও প্লেগ নিয়ে বেকায়দায় চিন

করোনাভাইরাস–প্লেগ–বন্যা। এভাবেই প্রকৃতির রোষে পড়ল চিন। নাগাড়ে বৃষ্টির জেরে বন্যায় ভাসছে চিনের দক্ষিণ অংশ। প্রবল বন্যায় খুঁজে পাওয়া যাচ্ছে না কমপক্ষে ১০৬ জনকে। জোড়া ফলা হিসাবে দেখা দিয়েছে, উত্তর চিনে বুবোনিক প্লেগ রোগ ছড়িয়ে পড়ার ঘটনা। এই রোগ মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার জেরে সতর্কবার্তা জারি করেছে চিনের কমিউনিস্ট সরকার।
করোনাভাইরাসের জন্য বন্যার মোকাবিলা করতে পারছে না জিনপিং প্রশাসন বলে জানিয়েছে, খোদ চিনের কমিউনিস্ট পার্টির সংবাদপত্র। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বায়ান্নুরের একটি হাসপাতালে সন্দেহজনক প্লেগে আক্রান্তের ঘটনা সামনে এসেছে। যার জেরে প্রশাসনিক স্তরে হইচই পড়ে গিয়েছে। এবার প্লেগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে বায়ান্নুর এবং ইনার মঙ্গোলিয়া অটোনমাশ রিজিয়নে লেভেল–থ্রি সতর্কবার্তা জারি করা হয়েছে। চলতি বছরের শেষ পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।
গোদের ওপর বিষফোঁড়া হয়েছে বন্যা। ব্যাপক ক্ষতি হয়েছে হুবেই প্রদেশে। এই প্রদেশের রাজধানী উহান থেকেই করোনা ছড়িয়েছে সর্বত্র। এখানে হুবেই প্রদেশের একটি শহর সম্পূর্ণ ইয়াংতজে নদীর জলের তলায় চলে গিয়েছে। পর্যটন শহর ইয়াংশুরও বন্যায় বেহাল অবস্থা। প্রায় ১ হাজার হোটেল ও ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে শহরে প্লেগ রোগ মহামারীর আকার নেওয়ার মতো আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আত্মসুরক্ষায় তৎপর এবং সচেতন থাকতে হবে। উল্লেখ্য, বুবোনিক প্লেগে আক্রান্ত দুই ভাই মারমোটের মাংস খেয়েছিলেন। সেখান থেকে রোগ ছড়ায়। বুবোনিক প্লেগ একটি ভয়াবহ ব্যাকটেরিয়া ঘটিত রোগ।