দেশ ব্রেকিং নিউজ

আগুন নিয়ে কেন্দ্র–রাজ্য তরজা

কলকাতার স্ট্র্যান্ড রোডে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পর পর টুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে রেলের পদস্থ কর্তারা যে ঘটনাস্থলে রয়েছেন তাও জানালেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। এই ইস্যুতে এখন কেন্দ্র–রাজ্য সংঘাত তুঙ্গে। রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, চেয়েও পাওয়া যায়নি বিল্ডিংয়ের ম্যাপ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌রেলের তরফে কেউ আসেনি। একটা ম্যাপ চাওয়া হয়েছিল। কোনও সহযোগিতা পাওয়া যায়নি। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না। রেলের জায়গা রেলের সবটাই। তাঁদের কেউ এসেছেন কিনা খোঁজ নিচ্ছিলাম। কিন্তু কেউ আসেননি।’‌
রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটে লিখেছেন, ‘মৃত ৯ জনের পরিবারকে আন্তরিকভাবে সমবেদনা জানাই। রেলের জেনারেল ম্যানেজার–সহ একাধিক কর্তা ঘটনাস্থলে রয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সব কাজ করা হয়েছে। রাজ্যের সঙ্গে সবরকম সহযোগিতা করা হচ্ছে।’‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে উপস্থিত নিখোঁজদের পরিবারের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, ‘‌মৃত্যুর বিকল্প কিছু হয় না। তবু পরিবারগুলির কথা মাথায় রেখে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।’‌
রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানান, রেলের তরফে সমস্ত সহযোগীতা করা হয়েছে। এই নিয়েই ইতিমধ্যেই পূর্ব রেল একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। টুইটে সে কথা লিখেছেন রেলমন্ত্রী। মাথায় একজন পদস্থ কর্তাকে রেখে গোটা ঘটনা নিয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অগ্নিকাণ্ডের রেলের সার্ভার রুমটি ভস্মীভূত হয়েছে। এর ফলে রেলের একাধিক শাখায় অনলাইন টিকিট বুকিং ব্যবস্থা ব্যাহত হয়েছে।