জেলা ব্রেকিং নিউজ

করোনা বিধি মেনেই পিয়ালীর রাস উৎসব, নির্দেশ হাইকোর্টের

করোনা বিধিনিষেধ মেনেই রাজ্যে পালিত হবে রাস উৎসব। দক্ষিণ ২৪ পরগনার পিয়ালির রাসের মেলায় রাশ টানলো হাইকোর্ট। মেলা  কমিটিকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। রাসের মেলায় করোনা বিধি ঠিক মত মানা হচ্ছে কিনা আদালতে সশরীরে হাজিরা দিয়ে মেলা কমিটিকে জানাতে হবে। আদালতের নির্দেশ মত, মেলায় কোনো ভাবেই অতিরিক্ত ভিড় জমানো যাবে না, মেলায় আগত সকলকেই মাস্ক এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। মেলায় ঢোকা এবং বেরোনোর গেটে স্যানিটাইজার টানেল ব্যবহার করতে হবে।

দক্ষিণ ২৪ পরগনার পিয়ালির জীবন তলা, সোনারপুর, বাড়ুইপুর থানার মধ্যস্থলে রাস মেলার আয়োজন করা হয়েছে। টানা ১৬ দিন ধরে চলবে এই মেলা। উল্লেখ্য, করোনা আবহে দক্ষিণ ২৪ পরগনার পিয়ালীতে রাস মেলার অনুমোদন দিচ্ছে প্রশাসন। প্রতিদিন এই মেলায় গড়ে ২৫০০০ লোক আসেন। ফলে করোনা সংক্রমনের আশঙ্কা রয়েছে। ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা।