We don't want to trust anyone. Even if someone says something good, we often assume that maybe something bad is his intention. Your mental illness is called pistanthrophobia.
লাইফস্টাইল

পিস্তানথ্রোফোবিয়া

চট করে আমরা কাউকে বিশ্বাস করতে চাই না। কেউ ভালো কিছু বললেও অনেকসময় আমরা ধরেই নিই যে বোধহয় খারাপ কিছুই তার উদ্দেশ্য। আপনার এই মনের রোগের নাম পিস্তানথ্রোফোবিয়া।

কাউকে বিশ্বাস করতে না পারা থেকেই এই সমস্যার তৈরি হয়। ধরুন এই মুহূর্তে আপনি আবার নতুন করে প্রেমে পড়েছেন। হঠাৎ দেখলেন আপনার প্রেমিক বা প্রেমিকার ফোন ব্যস্ত। এবার আপনি হয়তো ভাবলেন তিনি অন্য কারো সঙ্গে প্রেম করছেন। সঙ্গে সঙ্গেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম চেক করে দেখলেন। এমনকী বারবার কোনো ছবির কমেন্টস পড়ে বোঝার চেষ্টা করছেন কোনও ইঙ্গিত পাওয়া যায় কিনা। এখান থেকেই পরে শুরু হয় বিপত্তি।

সঙ্গীকে বিশ্বাস করতে শিখুন। সংশয়, অবিশ্বাস কোনো সম্পর্কেই কাম্য নয়। এখান থেকেই পরবর্তীতে পিস্তানথ্রোফোবিয়া শুরু হয়। সামাজিক মাধ্যম দিয়ে কোনও মানুষকে বিচার করবেন না। কারণ সত্যি-মিথ্যে সামাজিক মাধ্যম দিয়ে বোঝা যায় না। এছাড়াও অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আপনাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দিতে পারে।