আবাস কেলেঙ্কারির ঘটনায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়েনের প্রাক্তন প্রিন্সিপ্যাল সচিব এম শিবশঙ্করকে গ্রেফতার করল ইডি। কেরলে গৃহহীনদের পাকা বাড়ি বানিয়ে দিতে লাইফ মিশন নামে একটি প্রকল্প চালু রয়েছে। সেই প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠে। আর সেই অভিযোগের ভিত্তিতে তিনদিন ধরে মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপ্যাল সচিব এম শিবশঙ্করকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি।
লাইফ মিশন প্রকল্পে ত্রিশূরে গৃহহীনদের জন্য ১৪০টি আবাস তৈরির লক্ষ্যে রেড ক্রিশেন্ট নামে একটি অলাভজনক সংস্থা কেরলের সৌদি কনস্যুলেট মারফত সাড়ে ১৪ কোটি টাকা দিয়েছিল। অভিযোগ, সেই টাকার মধ্যে চার কোটি চার লাখ টাকা একাধিক প্রভাবশালীর পকেটে গিয়েছে । অনিয়মের ওই ঘটনায় আগেই গ্রেফতার করা হয় মুখ্যমন্ত্রীর অফিসের দুই অফিসার স্বপ্না সুরেশ এবং পিএস সারিথকে। তাঁদের বয়ানের ভিত্তিতে এদিন গ্রেফতার করা হয়েছে শিবশঙ্করকে।
অন্যদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই প্রভাবশালীদের হাত রয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে বিজেপি ও কংগ্রেস। যদিও রাজ্য সরকারের নির্দেশেই প্রথম এই অভিযোগের তদন্ত শুরু হয়। পরে এই মামলায় তদন্ত শুরু করে ইডি।