দেশ ব্রেকিং নিউজ

পিনারাই বিজয়ন কী ভগবান?‌

‘কেরলের ভগবান’ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মালাপ্পুরমে এক বিষ্ণু মন্দিরের বাইরে টাঙানো ফ্লেক্সে তেমনই লেখা রয়েছে। আর সেই ফ্লেক্সের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু বিতর্ক। দ্বিতীয়বারের জন্য পিনারাই বিজয়ন কেরলের মসনদে বসার পরই এই ফ্লেক্স টাঙানো হয়েছিল। কয়েকদিন পরে অবশ্য মন্দির কমিটির আপত্তিতে তা সরিয়ে দেওয়া হয়। তবে তাতেও বিতর্ক থামেনি।

ঠিক কী লেখা ফ্লেক্সে? সেখানে লেখা ছি‌ল ‘আপনারা জানতে চেয়েছিলেন ভগবান কে? মানুষ জবাব দিয়েছেন, যিনি রুটি ও মাখন জোগান।’ ফ্লেক্সে একটি ছবিও রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে তাঁকে জনতার উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যাচ্ছে। বামপন্থী সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘ভগবান’ তকমা জুড়ে দেওয়ার এই প্রবণতা বিস্মিতও করেছে সকলকে। যদিও ওই ফ্লেক্সে কারও নাম বা অন্য কোনও তথ্য দেওয়া নেই। তবু এই ফ্লেক্স যে সিপিএমই তৈরি করেছে বলে অভিযোগ। বিতর্ক ঘনিয়েছে আরও একটি ফ্লেক্সকে ঘিরে। সেটিও ওই ফ্লেক্সের পাশেই টাঙানো ছিল। সেখানে বিজয়নের সঙ্গে তাঁর মন্ত্রিসভার সদস্যদেরও দেখা যাচ্ছে। সেখানে লেখা, ‘নির্বাচনের পর আর কী প্রমাণ দরকার এটা বলতে যে ঈশ্বরও একজন বামপন্থী।’

স্থানীয় সিপিএম নেতৃত্ব জানিয়ে দিয়েছে তারা এই সব ফ্লেক্সের ব্যাপারে কিছু জানে না। কিন্তু বিতর্ক তাতেও থামেনি। কিন্তু সিপিএম দায় এড়াতে চাইলেও বিরোধীরা এই ইস্যুকে কাজে লাগিয়ে তাদের কাঠগড়ায় তোলার সুযোগ হাতছাড়া করেনি। রাজ্যের কংগ্রেস নেতা ভিটি বলরাম নিজের ফেসবুক টাইমলাইনে ফ্লেক্সের ছবি শেয়ার করে কটাক্ষ করেছেন।