মস্কোগামী একটি বিমানকে মাঝপথ থেকেই দিল্লি ফেরাতে বাধ্য হল এয়ার ইন্ডিয়া। কারণ ওই বিমানের এক পাইলটের করোনাভাইরাস নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিজিসিএ। বন্দে ভারত মিশনের আওতায় রাশিয়াতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে দিল্লি থেকে মস্কো উড়ে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। উড়ানে কোনও যাত্রী ছিলেন না।
উজবেকিস্তানের আকাশসীমায় পৌঁছোনোর পর বিমানের এক পাইলটের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কথা জানা যায়। গ্রাউন্ড ক্রু টিম সেটিকে ভুল করে নেগেটিভ পড়ে ওড়ার ছাড়পত্র দিয়েছিল। যখন ভুল ভাঙল অনেকটা দেরি হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ বিমানটিকে ফিরিয়ে নেওয়ার সিন্ধান্ত গৃহীত হয়। শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ বিমানটি দিল্লি ফিরে আসে। সংশ্লিষ্ট বিমানের কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানান এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে বিকল্প হিসাবে অন্য একটি পাঠানোর তোড়জোড় চলছে।
আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে খুব শীঘ্রই আরও একটি বিমান মস্কোর পথে উড়ে যাবে বলে এয়ার ইন্ডিয়া সূত্রে খবর। এয়ার ইন্ডিয়ার উড়ানের এই ঘটনাকে হালকাভাবে দেখতে নারাজ অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা। কার গাফিলতিতে এমন ঘটনা ঘটল ইতিমধ্যে তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ডিজিসিএ’র তরফে।
