দেশ লিড নিউজ

বাংলায় অবাধ নির্বাচনের দাবিতে মামলা

বাংলার নির্বাচন নিয়ে মামলা হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালতে। স্বচ্ছ ও অবাধ নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। এমনকী এই মামলায় আবেদন করা হয়েছে যাতে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ ভোট সুনিশ্চিত হয়।
জনস্বার্থ মামলায় মূলত তিনটি আবেদন করা হয়েছে। এক, বিরোধী নেতাদের সুরক্ষা দিতে হবে। দুই, বিজেপি নেতাদের খুনের পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। তার রিপোর্ট দিতে হবে। আর তিন, ভুয়ো ভোটারদের বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনকে। ভুয়ো ভোটারদের তালিকা থেকে সরাতে হবে।
এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। শাসক–বিরোধী কোমর বেঁদে নেমে পড়েছে ঘর গোছাতে। এবার নির্বাচনে বাংলা জয়ের টার্গেট নিয়েছে বিজেপি। অন্যদিকে বিজেপিকে আটকাতে পাল্টা স্ট্র্যাটেজি তৈরি করেছে তৃণমূলও। এই পরিস্থিতিতে দিন যত গড়াচ্ছে, ভোটের দিকে যত এগিয়ে যাচ্ছে বাংলা, সভা আর পাল্টা সভায় ততই উত্তাপ, উত্তেজনা বাড়ছে। একইসঙ্গে বাড়ছে রাজনৈতিক হিংসা।
উল্লেখ্য, এবার বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় ২০০ আসন পাবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার গেরুয়া শিবিরের দাবি তৃণমূল দুই অঙ্কও পেরতে পারবে না। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন, ‘‌যতই হাওয়া উঠুক না কেন, বাংলায় দুই অঙ্ক পেরতে বেগ পেতে হবে বিজেপিকে।’‌ সুতরাং বোঝাই যাচ্ছে এই নির্বাচনে সবাই নিজেদের মেশিনারি নামিয়ে দেবে। তাই অবাধ নির্বাচনের দাবিতে মামলা হয়েছে বলে মনে করা হচ্ছে।