পেগাসাস কাণ্ড নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার আইনজীবী এমএল শর্মা ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে দেশের নেতা–মন্ত্রী থেকে শুরু করে সাংবাদিক, শিল্পপতি–সহ ৫০ হাজার নাগরিকের উপর নজরদারি করার বিষয়ে একটি তদন্তের দাবি জানিয়ে রিট পিটিশন দাখিল করেছেন।
প্যারিসের একটি স্বাধীন সংবাদমাধ্যম ফরবিডেন স্টোরিজ নজরদারি চালনোর গোটা ঘটনাটি সামনে আনে। এরপর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয় যে, দুই মন্ত্রী, একাধিক বিরোধী নেতা, আইনজীবী, সাংবাদিক, বিশিষ্ট শিল্পপতি সহ প্রসিদ্ধ ৪০ জনের ফোনে আড়ি পাতা হয়েছে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে।
ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তির ব্যবহারের জন্য নয়, তারা কেবল সরকারের কাছেই এই প্রযুক্তি বিক্রি করে। এরপরই লোকসভা ও রাজ্যসভাতেও পেগাসাস কাণ্ড ঘিরে সরব হয়েছে বিরোধীরা।
আইনজীবী এমএল শর্মা সুপ্রিম কোর্টে আবেদন জানান, প্রশাসন পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে যে নজরদারি চালিয়েছে, তা নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে যেন তদন্ত করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সম্মানীয় শীর্ষ আদালতের কাছে আমার বিনীত আবেদন, দেশের সকলে আপনাদের ভীষণ সমীহ করে। যখন বিচারপতিদের ফোনও ট্যাপ করা হচ্ছে, তখন আপনারা কি একটা স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে পারেন না? আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে এই আবেদন জানাচ্ছি।’