ব্রেকিং নিউজ রাজ্য

বামেদের ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তির ছবি

কয়েক দফা দাবিতে ৪৮ ঘণ্টার জন্য দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। সার্বিকভাবে ধর্মঘট সফল না হলেও সোমবার সকাল থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে বিক্ষিপ্ত অশান্তির ছবি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও জোরালো হয় ধর্মঘট সমর্থনে বাম কর্মী-সমর্থকদের বিক্ষোভ। জাতীয় সড়কে চলে বিক্ষোভ। বহু জায়গায় দোকানপাট বন্ধ। কোথাও আবার জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয় দোকান। ফলে প্রবল সমস্যার কবলে পড়ে নিত্য যাত্রীরা।

নিউটাউন গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজ মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে সিপিআইএম কর্মী সমর্থকেরা। নিউটাউন থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। নিমতৌড়িতে জাতীয় সড়ক অবরোধ করে এসইউসিআই। সল্টলেক ১০ নম্বর ট্যাংক থেকে মিছিল শুরু করে করুণাময়ী মোড়ে এসে রাস্তা অবরোধ করে।

শ্যামনগর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। রেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। শ্যামনগর চৌরঙ্গী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ চলে। পাশাপাশি নিউটাউন বিশ্ববাংলা সরণিতে রাস্তায় শুয়ে অবরোধ করে কর্মীসমর্থকরা। ইকোপার্ক থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরেও পড়েছে বনধের প্রভাব। দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করতে খড়গপুর-কেশিয়াড়ী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সিআইটিইউ কর্মী-সমর্থকরা। বেলদা কাঁথি রাস্তায় এগরাতে গাড়ি আটকে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় সমর্থকেরা। মালদহের ছবিও একইরকম। ঝাড়গ্রামে বনধ সফল করতে রাস্তায় নেমে পড়ে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির সদস্যরা। রামপুরহাটে বনধের সমর্থনে ও বগটুই গণহত্যা কাণ্ডের প্রতিবাদে মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ।

ধর্মঘট ব্যর্থ করতে রাজ্যজুড়ে নজর রেখেছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন।