বাংলাদেশ

এবার ফাইজার টিকা পেল বাংলাদেশ

পদ্মাপারে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। আর তাতে মানুষের জীবন সংশয়ের কারণ হয়ে উঠেছে। এই সংক্রমণের হাত থেকে বাঁচতে প্রয়োজন টিকার। তাই দ্রুত টিকাকরণের পথে হাঁটছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এক্ষেত্রে আরও একধাপ এগিয়ে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে ফাইজারের ১ লক্ষ ৬২০ ডোজ টিকা। যার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওপারের মানুষজন।
জানা গিয়েছে, করোনার টিকা সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স প্রকল্পের অন্তর্গত প্রাথমিকভাবে এই টিকা পেল বাংলাদেশ। ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সচিব শামসুল হক সংবাদমাধ্যমে জানিয়েছেন, বেলজিয়াম থেকে ১৮টি বাক্সে ফাইজারের এই টিকা দেশে এসেছে। বিমানবন্দর থেকে বিশেষ ফ্রিজার ভ্যানে করে তা নিয়ে গিয়ে মহাখালীর ইপিআই স্টোরেজে রাখা হয়েছে। ফাইজার–বায়োএনটেকের তৈরি এই ভ্যাকসিনটি মূলত ঢাকা শহরের মানুষকে দেওয়া হবে। ইতিমধ্যে যাঁরা নাম নথিভুক্ত করেছেন, তাঁদের এই টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এখন অবশ্য অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া চলছে।
উল্লেখ্য, সম্প্রতি চিনের টিকা প্রস্তুতকারী সংস্থা ‘চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ’ বা সিনোফার্ম থেকে বাংলাদেশ করোনাভাইরাসের দেড় কোটি টিকা ক্রয় করার কোথা ঘোষণা করে ঢাকা। নয়া চুক্তি মতে প্রথম দফায় জুন মাসে সিনোফার্মের ৫০ লক্ষ টিকা বাংলাদেশে আসার কথা রয়েছে। সব মিলিয়ে তিন মাসে সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি টিকা কিনতে দুই পক্ষ তিনটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে বলে খবর।