আন্তর্জাতিক

ভারত থেকে বাংলাদেশ যাচ্ছে পেট্রোলিয়ামজাত পণ্য

কলকাতা: ভারত থেকে বাংলাদেশ যাচ্ছে পেট্রোলিয়ামজাত পণ্য ন্যাপথা৷ইতিমধ্যেই নদীপথে একটি কার্গো যাত্রা শুরু করেছে৷ কয়েক দিনের মধ্যেই এটি বাংলাদেশের মংলা বন্দরে পৌঁছাবে৷ তারপর বাংলাদেশের বিভিন্ন শিল্প সংস্থায় এর ব্যবহার হবে৷

জানা গিয়েছে, হলদিয়া ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও হলদিয়া পোর্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে এই পণ্যটি বাংলাদেশে যাচ্ছে। টি সাংহাই নামের ওই কার্গোতে করে প্রায় দুই হাজার টন পেট্রোলিয়ামজাত পণ্য ন্যাপথা পাঠানো হয়েছে৷ ভবিষ্যতে নদী পথে আরও পন্য বাংলাদেশে পাঠানো হবে বলে সুত্রের খবর৷ এতে খরচ কম হবে৷তাছাড়া এতে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে কার্গোটির যাত্রা সূচনা করেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থ ঘোষ।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরীর সঙ্গে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর আলোচনা হয়েছিল ভারত থেকে বাংলাদেশে আবার পেট্রোরিয়ামজাত পণ্য রফতানি শুরু করা নিয়ে৷