অতীতের সব রেকর্ড ছাপিয়ে রবিবার নয়া মাইলস্টোন ছুঁল জ্বালানির মূল্য। প্রথমবার কলকাতায় পেট্রোলের মূল্য ছাড়াল ১০৩ টাকার গণ্ডি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ার জেরেই এবার ঊর্ধ্বমুখী পেট্রোল–ডিজেলের মূল্য।
শনিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। গোটা দেশে আজ লিটারপ্রতি পেট্রোলের মূল্য বেড়েছে ২০-৩০ পয়সা। চলতি সপ্তাহে এই নিয়ে চতুর্থবার দাম বাড়ল পেট্রোপণ্যের।
এদিন কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ৩০ পয়সা বেড়ে হল ১০৩ টাকা ৭ পয়সা। প্রথমবার শহরে পেট্রলমূল্য ১০৩ টাকার গণ্ডি পেরল। ডিজেলের মূল্য লিটারপিছু বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৮৭ টাকা।
উল্লেখ্য, চলতি বছরে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই লাগাতার বাড়তে শুরু করে পেট্রল, ডিজেলের দাম। এই মুহূর্তে জ্বালানির দাম সর্বকালের সর্বোচ্চ। কেন্দ্র দাবি করছে, করোনার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জন্য ভারতের বাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে হচ্ছে।
পেট্রোপণ্যের দাম কমাতে হলে জিএসটির আওতায় আনতে হবে। কিন্তু জিএসটি কাউন্সিল সেই প্রস্তাবে ছাড়পত্র দিচ্ছে না। কেন্দ্র পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনতে চাইলেও বিরোধীদের হাতে থাকা রাজ্যগুলি তাতে বাধা দিচ্ছে। যদিও, জিএসটি কাউন্সিলের সর্বশেষ বৈঠকে বিরোধীদের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিও পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনতে বাধা দিয়েছে।