রাজ্য

বাংলায় সেঞ্চুরির পথে পেট্রোল

দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যে ১০০ পার করেছে লিটার প্রতি পেট্রোর দাম। এবার সেই পথে এগোচ্ছে বাংলা। এখন পেট্রোন–ডিজেলের দামবৃদ্ধি রুটিনে পরিণত হয়েছে। যে গতিতে দাম বৃদ্ধি হচ্ছে তাতে এই রাজ্যেও কয়েকদিনের মধ্যে লিটার প্রতি দাম ১০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে। আর তার জেরে দাম বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের।

এদিকে টানা ৩১ দিন ধরে বেড়ে চলেছে জ্বালানির দাম। রবিবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি পার করল ৯৮ টাকা। সকালে বাজার খুলতেই ইন্ডিয়ান অয়েল–সহ বাকি সংস্থা জানিয়েছে, আজ থেকে কলকাতা–সহ পশ্চিমবঙ্গে লিটার পিছু পেট্রোল বিক্রি হচ্ছে ৯৮.৩০ টাকায়। অন্যদিকে ডিজেলের দাম যাচ্ছে ৯১.৭৫ টাকা। অর্থাৎ গতকালের থেকে পেট্রোল ডিজেলের দাম বাড়ল ৩৪ ও ৩৫ পয়সা।

উল্লেখ্য, নির্বাচনের ফলাফলের পর থেকে জ্বালানির দাম বৃদ্ধি হওয়া শুরু হয়েছে, এরপর থেকে স্রোতের মতো মহার্ঘ হচ্ছে পেট্রোল–ডিজেল। ইতিমধ্যে, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, লাদাখ, বিহার, কেরল এবং তামিলনাড়ুতে লিটার প্রতি ১০০ পার করেছে জ্বালানির দাম। মুম্বইতে পেট্রোলের দাম ১০৪.৪৬ টাকা প্রতি লিটার। দিল্লিতে ৯৮.৪৬ টাকা প্রতি লিটার।