ব্রেকিং নিউজ রাজ্য

টানা বাড়ল পেট্রোল–ডিজেলের দাম

আনলক–১ শুরু হতেই পেট্রোল–ডিজেলের দাম দিন দিন বেড়েই চলেছে। গত ৯ দিনে পেট্রোলের দাম লিটারপিছু ৫ টাকা ও ডিজেলের দাম লিটারপিছু ৪.৮৭ টাকা বেড়েছে। লকডাউনের কারণে ৮২ দিন ঠায় দাঁড়িয়ে থাকার পর ফের নাগাড়ে ন’দিন বাড়ল পেট্রোল–ডিজেলের দাম। সোমবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৭৮.১০ টাকা হল। ডিজেলের দামও হয়েছে লিটারপ্রতি ৭০.৩৩ টাকা।
জানা গিয়েছে, চার মেট্রো শহরেই বেড়েছে পেট্রোল–ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় জ্বালানির দাম বাড়িয়েই চলেছে তেল কোম্পানিগুলি। সারা দেশেই গত ৭ জুন থেকে ধাপে ধাপে বাড়ছে জ্বালানি তেলের দাম। তবে শহর বিশেষে বিভিন্ন রাজ্য সরকারের স্থানীয় শুল্কের তারতম্যের ফলে এই মূল্যবৃদ্ধির পরিমাণও ভিন্ন। প্রায় ১২ সপ্তাহ আগে গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে নিত্যদিনের সংশোধিত মূল্য তালিকা প্রকাশ স্থগিত রাখে জ্বালানি তেল বিপণনকারী সংস্থাগুলি। লকডাউনের নিয়ম শিথিল হওয়ার পর চাহিদা বাড়তেই ফের প্রত্যেকদিন সংশোধিত দাম প্রকাশ করছে তারা।
দিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম ৭৬.২৬ টাকা, লিটার পিছু ডিজেলের দাম হয়েছে ৭৪.২৬টাকা। কলকাতায় আজ লিটারপিছু পেট্রলের দাম ৭৮.১০ টাকা এবং লিটারপিছু ডিজেলের দাম ৭০.৩৩ টাকা। মুম্বইয়ে দাম বেড়ে হয়েছে ৮৩.১৭ আর ৭৩.২১ টাকা। চেন্নাইয়ে পেট্রোল আর ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৯.৯৬ আর ৭২.২৯ টাকা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এপ্রিল মাসে পেট্রোল বিক্রি হয়েছিল ৯,৭৩,০০০ মেট্রিক টন। মে মাসে বিক্রি হয়েছে ১৭,৬৯,০০০। এপ্রিল মাসের প্রায় দ্বিগুণ। ডিজেল বিক্রিও ৩২,৫০,০০০ মেট্রিক টন থেকে বেড়ে হয়েছে ৫৪,৯৫,০০০ মেট্রিক টন। অর্থাৎ ৭০ শতাংশ বৃদ্ধি! ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম আগামী দিনে আরও বাড়তে পারে। কেন্দ্র–রাজ্য সরকারগুলি করোনা–সংকট কাটিয়ে উঠতে জ্বালানির উপর বাড়তি শুল্ক ধার্য করতে পারে বলেও সূত্রের খবর।