বুধবার জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে৷ বিশ্ব বাজারে বাড়তে থাকা অশোধিত তেলের দাম এবং দেশের বাজারে মুদ্রাস্ফীতির জেরে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে সরকারকে৷ এক নজরে দেখে নিন আজকের পেট্রোল-ডিজেলের দাম:-
• দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
• মুম্বই- পেট্রোল ১০৯.২৭ টাকা, ডিজেল ৯৫.৮৪ টাকা
• চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
• কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম
• নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা
• লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
• পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
• পোর্টব্লেয়ার – পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
বুধবারের পেট্রোল ও ডিজেলের দামে এদিন কোন পরিবর্তন করে নি তেল সংস্থাগুলি৷ অন্যদিকে, এরই মধ্যে ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১২০ ডলার পেরিয়ে গিয়েছে ৷ ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১২০ ডলারের নীচে না নামলে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে। এরপর পেট্রোল ও ডিজেলের দামের উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করা হয়। ফলে প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷