দেশ লিড নিউজ

‌কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছে বিরোধীরা

খাস কলকাতায় সেঞ্চুরি করেছে পেট্রোল। ১ লিটার কালো সোনা কিনতে হচ্ছে ১০১ টাকা ১ পয়সা খরচ করে। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের মূল্য (৯২.৯৭)। বেলাগাম মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। পেট্রোলের ঝোড়ো ইনিংস অব্যাহত। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। পেট্রোল–ডিজেলের এভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে।

এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেই সর্বাত্মক প্রতিবাদে নামছে তৃণমূল। আর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের এই পরিকল্পনাকে কটাক্ষ করে বলেছেন, পেট্রোপণ্যের দাম আন্দোলন করে কমানো যায় না। টুইট করে জ্বালানির দাম বাড়ার প্রতিবাদ করেছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সুজন চক্রবর্তীরা। এবার তেলের দামবৃদ্ধি নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। শনিবার অবস্থান বিক্ষোভ করবে রাজ্যের শাসকদল। পিছিয়ে নেই কংগ্রেসও। রাজভবন অভিযান করবে তারা।

দিলীপ ঘোষের ব্যখ্যা, ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে গিয়েছে। বিধানসভার মধ্যে আন্দোলন করছে, বাইরে আন্দোলন করছে। দেখাদেখি ওনারাও করতে চাইছেন। সিপিএমও কিছু করার চেষ্টা করছিল। আজ পর্যন্ত আন্দোলন করে পেট্রোপণ্যের দাম কমেনি। তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভাড়াও। মে আর জুলাই মাস মিলিয়ে মোট ৩২ বার বেড়েছিল তেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তা সত্ত্বেও জুলাই মাসেও ঊর্ধ্বমুখী তেলের দাম। ভোট পরবর্তিকালে মোট ৩৭ বার বেড়েছে পেট্রোল–ডিজেলের দর!

দিলীপ ঘোষের যুক্তিতে এভাবে সমস্যার সুরাহা হবে না। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‌দাম কমার সম্ভাবনা নেই। আন্তর্জাতিক বাজারে তেলের দামের স্থিতাবস্থা এলে তবেই দাম কমতে পারে। তারা যখন যেমন মনে করে দাম তেমনভাবেই বাড়ায়।’‌ জ্বালানির দর এভাবে নাগাড়ে বাড়তে থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিশেষত কোভিড এবং লকডাউনে অনেকেরই যেখানে কাজ গিয়েছে কিংবা কমেছে রোজগার। এই বিষয়ে প্রায় রোজ সরব হচ্ছেন বিরোধীরা। তাতেও সুরাহা হয়নি। কর্ণপাত করেনি কেন্দ্র।

উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমোর নির্দেশে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ–কাল রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল। রাজ্যের ২৯৪ আসনেই হবে প্রতিবাদ কর্মসূচি। পথে নামবেন বিধায়ক মন্ত্রীরাও। করোনাবিধি মেনেই চলবে প্রতিবাদ। শুধু পথেই নয়, আগামীদিনে লোকসভাতেও এই নিয়ে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গ-সহ দেশে পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফলের পর থেকে লাগাতার দামি হচ্ছে তেল। যার জন্য বাজারের জিনিসের দামে ছেঁকায় জেরবার সাধারণ মানুষ। কোথায় গিয়ে দাঁড়াবে সাধারণ মানুষ? সরকারের কাছে জানতে চাইছে বিরোধীপক্ষ।