তেলের দামে কোনওভাবেই লাগাম টানা যাচ্ছে না। ফলে এই নিয়ে টানা ১৩ দিনেও ভারতের বিভিন্ন শহরে বেড়ে গেল পেট্রোল আর ডিজেলের দাম। আজ ফের পেট্রোলের দাম বাড়ল ৫০ থেকে ৫৬ পয়সা। ডিজেলেও ৫৪ থেকে ৬৩ পয়সা দাম বাড়ল দেশের বিভিন্ন শহরে। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৮০.১৩ টাকা হল। ডিজেলের দামও হয়েছে লিটারপ্রতি ৭২.৫৩ টাকা।
এই নিয়ে ১৩ দিনে প্রায় ৭ টাকা ৯ পয়সা বাড়ল পেট্রোলে। ডিজেলেও বাড়ল ৭ টাকা ৬৭ পয়সা। যেখানে দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৭৭ টাকা ৮১ পয়সা। আজ তা বেড়ে ৭৮ টাকা ৩৭ পয়সা। রাজধানীতে লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৭৭ টাকা ৬ পয়সা। সেখানেও দাম বেড়েছে ৬৩ পয়সা। এই তথ্য মিলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইট থেকে।
গত ৭ জুন থেকে ধাপে ধাপে বাড়ছে জ্বালানি তেলের দাম। তবে শহর বিশেষে বিভিন্ন রাজ্য সরকারের স্থানীয় শুল্কের তারতম্যের ফলে এই মূল্যবৃদ্ধির পরিমাণও ভিন্ন। লকডাউনের সময়ে টানা ৮২ দিন তেলের দাম অপরিবর্তিত ছিল। কিন্তু লকডাউন কিছুটা শিথিল হয়ে রাস্তায় বাস–গাড়ির ভিড় বাড়তেই দাম বেড়েই চলেছে। মুম্বইতে ৫৫ পয়সা বেড়ে এক লিটার পেট্রোলের দাম ৮৫ টাকা ২১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৬০ পয়সা। এখন মুম্বইতে প্রতি লিটার ডিজেলের দাম ৭৫ টাকা ৫৩ পয়সা। চেন্নাইতেও ৫০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। যার ফলে এক লিটার পেট্রোল চেন্নাইতে ৮১ টাকা ৮২ পয়সায় মিলছে। এক লিটার ডিজেল ৫৪ পয়সা বেড়ে গিয়ে ঠেকেছে ৭৪ টাকা ৭৭ পয়সায়। বিশ্ববাজারে তেলের দাম কমার পরেও ভারতে তা কেন বাড়ানো হচ্ছে তা নিয়েই সুর চড়িয়েছে বিরোধীরা।
