ব্রেকিং নিউজ লিড নিউজ

১০ দিন ধরে বাড়ল দাম

দশম দিনেও দেশের বিভিন্ন প্রান্তে বেড়ে গেল পেট্রোল আর ডিজেলের দাম। মঙ্গলবার আবারও বেড়েছে জ্বালানির দাম। এই নিয়ে টানা ১০দিন। চার মেট্রো শহরেই বেড়েছে পেট্রোল–ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় জ্বালানির দাম বাড়িয়েই চলেছে তেল কোম্পানিগুলি। মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৭৮.৫৫ টাকা হল। ডিজেলের দামও হয়েছে লিটারপ্রতি ৭০.৮৪ টাকা।
মঙ্গলবার দিল্লিতে পেট্রোল লিটার পিছু দাম বেড়েছে ৪৭ পয়সা। লিটারপিছু ডিজেলের দাম বেড়েছে ৫৭ পয়সা। দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম ৭৬.৭৩ টাকা, লিটার পিছু ডিজেলের দাম হয়েছে ৭৫.১৯ টাকা। কলকাতায় আজ লিটারপিছু পেট্রোলের দাম ৭৮.৫৫ টাকা এবং লিটারপিছু ডিজেলের দাম ৭০.৮৪ টাকা। রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণনকারী সংস্থা, যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড গ্রাহকদের কাছ থেকে বাড়তি শুল্ক তোলার পরিবর্তে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করছে বলে জানা গিয়েছে।
পেট্রোল–ডিজেলের চাহিদা বৃদ্ধির সুযোগ নিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বর্তমানে রোজ অল্প অল্প করে ওই দুই জ্বালানির দাম বাড়িয়ে চলেছে। সোমবার দিল্লিতে পেট্রোল আর ডিজেলের দাম লিটারপ্রতি ৭৬.৭৩ আর ৭৫.১৯ টাকা হয়েছে। মুম্বইয়ে দাম বেড়ে হয়েছে ৮৩.৬২ আর ৭৩.৭৫ টাকা। চেন্নাইয়ে পেট্রোল আর ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭০.৩৭ আর ৭৩.১৭ টাকা।