দেশ ব্রেকিং নিউজ

রেকর্ড বৃদ্ধি পেট্রোল–ডিজেলে

আশঙ্কাই সত্যি হল। আরও বাড়তে চলেছে জ্বালানির দাম। পরপর দু’দিন বৃদ্ধির ফলে ফের রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে পেট্রোল এবং ডিজেলের মূল্য। শুক্রবার সকালেও দেশের বিভিন্ন শহরে পেট্রোলের দাম গড়ে ২৬–৩৩ পয়সা বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে ২৯ থেকে ৩২ পয়সা। যার জেরে একাধিক শহরে পেট্রোল–ডিজেলের মূল্য সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার–প্রতি ৩০ পয়সা বেড়ে হয়েছে ৮৬ টাকা ৯৫ পয়সা। ডিজেলের দাম ৭৬ টাকা ৮৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭৭ টাকা ১৩ পয়সা। মুম্বইয়ে পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়ে হয়েছে ৯৩ টাকা ৪৯ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮৩ টাকা ৯৯ পয়সা। শহর কলকাতায় আজ রেকর্ড গড়ে ডিজেলের দাম হয়েছে ৮০ টাকা ৭১ পয়সা। পেট্রোলের দাম হয়েছে ৮৮ টাকা ৩০ পয়সা।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে থাকা সত্বেও দেশে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কারণ, কেন্দ্রের চাপানো অতিরিক্ত সেস এবং অন্তঃশুল্ক। সেই সঙ্গে রাজ্য সরকারগুলির বসানো শুল্ক তো আছেই। গতকাল দেশে পেট্রোলের বেসিক মূল্য ছিল মাত্র ২৯ টাকা ৩৪ পয়সা। তাঁর সঙ্গে কেন্দ্রের প্রায় ৩২ টাকা শুল্ক, রাজ্যের প্রায় ২০ টাকা ভ্যাট এবং বিক্রেতার কমিশন, সেস এসব মিলিয়ে মূল্য গিয়ে দাঁড়াচ্ছে সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। সম্প্রতি বাজেটে পেট্রোল–ডিজেলের উপর কৃষি সেস বসিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পেট্রোলে লিটার প্রতি চার টাকা এবং ডিজেলে লিটারপ্রতি ২.৫ টাকা অতিরিক্ত সেস বসেছে। যার জেরে প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ডে পৌঁছে যাচ্ছে জ্বালানি।