ব্রেকিং নিউজ রাজ্য

কলকাতায় সেঞ্চুরি হাঁকাল পেট্রোল

রোজই বাড়ছিল পেট্রোল–ডিজেলের দাম। আর তা নিয়ে বিভিন্ন জেলায় পথে নেমে প্রতিবাদ শুরু করেছিলেন সাধারণ মানুষ। কিন্তু ঘড়ির কাঁটা রাত ১২টা পেরতেই কলকাতায় সেঞ্চুরি হাঁকাল পেট্রোলের মূল্য। বাড়ল ডিজেলের দামও। রাজধানী দিল্লিতেও একই দিনে পেট্রোলের দাম ছাড়াল ১০০-র গণ্ডি। এই নিয়ে এখন তপ্ত হয়েছে রাজ্য–রাজনীতিও।

কলকাতায় আজ এক লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকা ২৩ পয়সায়। আর ২৩ পয়সা বাড়ল ডিজেল। এক লিটার ডিজেল কিনতে খরচ করতে হবে ৯২.৫০ টাকা। প্রায় দু’বছর ধরে করোনা ভাইরাসের দাপটে চাপে দেশবাসী। কর্মহারা বহু মানুষ। এই পরিস্থিতির মধ্যেই বেড়ে চলেছে জ্বালানির মূল্যবৃদ্ধি। তার প্রভাব পড়ছে খুচরো বাজারেও। বিভিন্ন পণ্য কিনতে গিয়ে হাতে ছেঁকা লাগছে গৃহস্থের। ইতিমধ্যেই জ্বালানি মূল্য কমানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ ও ১১ জুলাই পেট্রোল–ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনেও নামবে তৃণমূল কংগ্রেস।

শুধুই কলকাতা নয়। বেশের একাধিক শহরের ছবিটা একইরকম। মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ওড়িশা এবং বিহার অনেক আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগেই পেট্রোল সেঞ্চুরি হাঁকানোয় তালিকায় ঢুকে পড়েছিল পশ্চিমবঙ্গও। এবার কলকাতাতেও ১০০ টাকার ঊর্ধ্বে চলে গেল পেট্রোলের দাম।
লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়ে হল ১০০.২১ টাকা। এক লিটার ডিজেলে খরচ ৮৯.৫৩ টাকা। জ্বালানির মূল্যবৃদ্ধিতে আমজনতার নাজেহালের কথা স্বীকার করে নিলেও পালটা যুক্তিও জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

তাঁর কথায়, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে ঠিকই। তবে করোনা ভ্যাকসিনের জন্য এক বছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য অর্থ সঞ্চয় করা হচ্ছে।