রবিবার ফের চড়া পেট্রোল—ডিজেলের দাম। দু’একদিন অন্তর এভাবেই দাম বাড়িয়ে চলছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। যার জেরে নাজেহাল অবস্থা দেশবাসীর৷ মুম্বইতে অনেকদিন আগেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছিল। এবার সেই পথেই হাঁটছে দেশের বাকি রাজ্যে। তার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও ব্যাপকভাবে বেড়েছে।
শুক্রবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছিল ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা। পেট্রোল–ডিজেলের দাম হয়েছিল ৯৬.৮৪ টাকা ও ৯০.৫৪ টাকা। রবিবার পেট্রোল–ডিজেলের লিটারপ্রতি দাম বাড়ল ফের ২৮ পয়সা এবং ২৮ পয়সা। তার জেরে বেজায় ক্ষুব্ধ আম–আদমি। কারণ এখন নাভিশ্বাস উঠেছে সংসার খরচ চালাতে।
আজ কলকাতায় পেট্রোলের দাম হয়েছে লিটারে ৯৭ টাকা ১২ পয়সা। ডিজেলের দাম হয়েছে লিটারে ৯০ টাকা ৮২ পয়সা। অন্যদিকে মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৩.৩৬ টাকা ডিজেলের দাম ৯৫.৪৪ টাকা৷ পাটনা ও তিরুঅনন্তপুরমে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ৯৯ টাকার কিছু বেশি দামে। মধ্যপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, জম্মু কাশ্মীর, লাদাখে ১০০ পেরিয়েছে জ্বালানির দাম৷