আন্তর্জাতিক লিড নিউজ

সোমবার থেকে বন্ধ পেট্রাপোল?

পেট্রাপোলে আসা পন্যবাহি গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স যাতে যথাযথ থাকে তা নিশ্চিৎ করার নির্দেশ দিয়েছেন এল.অ্যান্ড.পি ম্যানেজার কমলেশ সাহানি। পরিবহন শ্রমিকদের অভিযোগ এল.অ্যান্ড.পি ম্যানেজার এসে নতুন যে নিয়ম জারি করেছেন তার জেরে এই আন্তর্জাতিক বন্দরের পন্য পরিবহন প্রতিদিন কমছে ।

তাদের আরও দাবি আগে দিনে ৭০০ ট্রাকের পণ্য বাংলাদেশে রপ্তানি হত বর্তমানে তা নেমে এসেছে ৩০০ ট্রাকে । ফলে আয় কমছে পরিবহন শ্রমিক থেকে ব্যবসায়ীর । ক্ষতি হচ্ছে দেশেরও । নতুন ম্যানেজারের নির্দেশ মত ট্রাক ও চালকের সব ধরনের কাগজপত্রই তারা যথাযত করে তুলবেন । তার জন্য কিছু দিন সময় দিতে হবে নতুন ম্যানেজারকে । এই দাবিতেই পেট্রাপোলে আন্দোলন শুরু করেছে পরিবহন শ্রমিকরা ।

আরও অভিযোগ এই নতুন ম্যানেজার বি.এস.এফ কে কাজে লাগিয়ে তাদের কাজে বাঁধা দিচ্ছেন । পরিবহন শ্রমিকদের বর্ডারে ঢুকতে না দেওয়ার অভিযোগ এনেছেন ট্রান্সপোর্ট এর সঙ্গে যুক্ত কর্মীরা । এদিন তারা পেট্রাপোল সংলগ্ন এলাকায় সেন্ট্রাল পার্কিং এর সামনে অবস্থান বিক্ষোভ করেন । তাদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তম আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন ট্রান্সপোর্ট কর্মীরা ।

পাশাপাশি আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রাপোলে আন্তর্জাতিক বানিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে আন্দোলনরত পরিবহন শ্রমিকরা । তাদের দাবি শ্রমিকদের এই আন্দোলনে বনগাঁর ব্যবসায়ীরাও সমর্থন জানিয়েছেন । কারন পার্কিং থেকে শুরু করে পণ্য পরিবহন ব্যবসার সাথে বনগাঁর বহু মানুষ জড়িয়ে আছে।