স্ত্রীকে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক স্কুল শিক্ষক। বসিরহাটের সন্দেশখালি থানা বড় তুষখালী গ্রামের ঘটনা। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হন বছর পঁচিশের ভবানী সরদার। স্বামী ভবতোষ সরদার পেশায় একজন পার্শ্বশিক্ষক। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড গন্ডগোল লেগেই থাকত। এমনকি স্ত্রীকে মারধর করতেন স্কুল শিক্ষক। জানা গিয়েছে, এই নিয়ে একাধিকবার সালিশি সভা বসলেও কোন সমাধান সূত্র বেরোয় নি। তার ওপরে দিনে দিনে বাড়তে থাকে চরম মানসিক ও শারীরিক নির্যাতন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন স্ত্রী ভবানী সরদার। এই ঘটনা প্রকাশ্যে আস চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে তার স্বামী আত্মহত্যা করার প্ররোচনা দিতেন । এই নিয়ে সন্দেশখালি থানায় ওই পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবার। ইতিমধ্যেই পার্শ্বশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ওই অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে । এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে সন্দেশখালি থানার পুলিশ। পাশাপাশি, গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।