প্রকাশ্য দিবালোকে দুই ব্যক্তিকে চপারের কোপ মারা হল। প্রকাশ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে লেক থানার যোধপুর পার্ক বাজার এলাকায়। কেন এমন ঘটনা ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় কলকাতার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই ঘটনায় গুরুতর জখম হন ৩৮ বছরের বিশ্বজিৎ নস্কর ও বছরের ৩০ গোপাল দাস। অভিযোগ, এলাকারই এক মাংস বিক্রেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। ওইদিন পাড়ায় দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলা ছাড়াতে যায় বিশ্বজিৎ নস্করের ভাইপো সনৎ নস্কর। এরপর সনৎ বুধবার কাজে যাওয়ার সময়ে কয়েকজন যুবক তাঁকে ফোন করে ডাকে এবং সেখানে তাঁকে মারধর করে বলে অভিযোগ। তখনই ছক করা হয় এদেরও মারা হবে তবে একটু আলাদাভাবে।
এই পরিকল্পনা তৈরিই ছিল। এদিকে সনৎ–এর কাছ থেকে বিষয়টি জানার পরই বুধবার সন্ধ্যে নাগাদ বিশ্বজিৎ নস্কর ও গোপাল দাস ওই যুবকদের সঙ্গে কথা বলতে যান। অভিযোগ সেখানে চপার দিয়ে তাঁদের দু’জনকে আঘাত করা হয়। বিশ্বজিৎবাবুর স্ত্রীর অভিযোগ, পুলিশ কোনও অভিযোগ নিচ্ছে না। কারণ এই যুবকরা নাকি শাসকদলের আশ্রিত। এই পরিস্থিতিতে দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে।