পরপর কোপানোর ঘটনা ঘটল ব্রিটেনে। যা ঘিরে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার গভীর রাতে বার্মিংহামের রাস্তায় ছুরি নিয়ে হামলা চালাল একদল দুষ্কৃতী। এই ছুরিকাঘাতের ঘটনায় তোলপাড় ব্রিটেনের বার্মিংহাম। এখনও পর্যন্ত ওইসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ জন। আহত হয়েছেন ৭ জন। এদের মধ্যে মারাত্মক জখম এক মহিলা ও এক পুরুষ বলে খবর।
পুলিশ এটাকে অত্যন্ত ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে। পুলিশ সূত্রে খবর, বার্মিংহামের আরকেডিয়ান ও স্নোহিল এলাকা থেকে কোপানোর ঘটনার খবর আসে তাঁদের কাছে। তখনই ঘটনাস্থলে রওনা দেয় বিশাল পুলিশবাহিনী। জখম ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। এই কাজে পুলিশের সঙ্গে হাত লাগিয়েছে জরুরি পরিষেবা দপ্তরও। কিছু সময়ের ব্যাবধানে শহরের তিন জায়গায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এগুলি হল হার্টস্ট স্ট্রিট, আরভিং স্ট্রিট এবং এডমান্ড স্ট্রিট। এডমান্ড স্ট্রিটের একটি নালা থেকে একটি ছুরি পেয়েছে পুলিশ। তিনটি এলাকাই ঘিরে রেখেছে পুলিশ।
ওই এলাকা এড়িয়ে চলার জন্য মানুষের কাছে আবেদন জানানো হয়েছে। টুইট করে পুলিশ জানিয়েছে, আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মানুষজনকে ওই এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এই বিষয়ে সবিস্তার তথ্য হাতে এলেই তা সংবাদমাধ্যমের কাছে জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ। বার্মিংহ্যাম পুলিশ মনে করছে, হামলার সঙ্গে জড়িত একজনই। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কোনও গ্যাংয়ের সংঘর্ষ বা কোনও একটি বিশেষ শ্রেণির ওপরে হামলা করা হয়নি। ব্রিটেনের বিদেশ মন্ত্রী ডমিনিক রাব জানান, এমন কোনও খবর এখনও পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের সতর্ক থাকা উচিত।