আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

ফের ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

শনিবার থেকেই রাজ্যে হাওয়া বদল হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও তার আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে তাপমাত্রা বেড়ে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেই সঙ্গে বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রাও। কলকাতা ও তার আশেপাশের এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার পরিবর্তন হবেনা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং , আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া,বীরভূম, নাদিয়া, বর্ধমানে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে।