ব্রেকিং নিউজ রাজ্য

তীব্র দাবদাহে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী, বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী বলছে হওয়া অফিস?

তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। কলকাতা সহ জেলায় জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এপ্রিলেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। ক্রমশ পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ। জানা যাচ্ছে, আগামী দু-দিনের মধ্যে গরম আরও বাড়বে। এদিকে গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। রবিবার একাধিক জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল।

হাওয়া অফিস বলছে, অত্যধিক গরম ও রোদের দাপট কমছে না এখনই। তাই তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা থাকছেই কলকাতা ও সমগ্র দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপপ্রবাহের সতর্কতা থাকছে, উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশেও বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে গরম যে আরও বাড়বে তা বলাইবাহুল্য। গরম কমার আপাতত কোনও লক্ষণই নেই, বৈশাখী দহনে পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। গত কয়েক দিনের মতো সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। সকাল থেকেই চড়া রোদের দাপট। ভ্যাপসা গরমে হিমশিম সকলে। এই পরিস্থিতিতে আশার আলো দেখাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।