সশস্ত্র জঙ্গিরা প্রেসিডেন্টের ভবনে প্রবেশ করার ছবি দেখেই ঘুম উড়েছে আফগানিস্তানবাসীর। ২০ বছর আগের যুদ্ধবিধ্বস্ত চেহারা আর দেখতে চান না তাঁরা। অন্ধকার, বিভীষিকাময় ভবিষ্যতের কথা ভেবেই সোমবার সকাল থেকে তাই প্রাণের ঝুঁকি নিয়ে আফগানবাসীর একটাই গন্তব্য, কাবুল এয়ারপোর্ট। সকাল থেকেই চোখে পড়েছে বিমানবন্দরে প্রবল ভিড়। আর তারই মধ্যে প্রকাশ্যে এল এক মর্মান্তিক ছবি। মাঝ আকাশে বিমান থেকে মাটিতে পড়ে যাচ্ছেন কেউ ভিডিও প্রকাশ্যে এসেছে।
ভয়াবহ দৃশ্যটাই আবার ফিরে এসেছে আফগানিস্তানে৷ দেশ ছেড়ে অন্যত্র পালানোর জন্য থেকেই হাজার হাজার আফগান বাসিন্দারা ভিড় জমিয়েছেন কাবুল বিমানবন্দরে৷ কোথায় যাবেন, কীভাবে যাবেন৷ কেউ জানেন না৷ প্রাণ ভয়ে বিমানবন্দরের টারম্যাকে দৌড়ে বেড়াচ্ছেন তারা৷ সোমবার কাবুল বিমানবন্দরে মার্কিন সেনারা শূন্যে গুলি চালায় বলেও খবর৷ সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, অন্তত ৫ জন আফগান নাগরিকের সোমবার মৃত্যু হয় কাবুলের বিমানবন্দর চত্বরে৷
আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি ইস্তফা দেন। তারপরই আফগানিস্তানে তালিবান শাসনের নয়া অধ্যায়ের সূচনা হয়। এই পরিস্থিতিতে প্রাণ হাতে করে দেশ ছাড়তে মরিয়া প্রত্যেকে। কাবুল বিমানবন্দরে উপচে পড়ছে ভিড়। কর্তৃপক্ষ ভিড় সামলানোর চেষ্টা করলেও তাতে বিশেষ লাভ হয়নি। কোনওমতে বিমানে উঠতে চাইছেন প্রত্যেকে।
সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল মর্মান্তিক একটি ভিডিও।
আমেরিকা, ব্রিটেন, ভারত–সহ একাধিক দেশ নিজ নিজ দেশের নাগরিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছে। এত দ্রুত তালিবান কাবুলের মসনদে ঢুকে পড়বে, তা প্রত্যাশা করেনি খোদ আমেরিকাও। আফগানিস্তানের বাসিন্দাদের তালিবান যতই আশ্বস্ত করুক, কোনও আশার আলো দেখছে না তারা। রাত থেকে তাই সবাই কাবুল এয়ারপোর্টের দিকে ছুটে গিয়েছেন। সকালে বিমানবন্দরের যে ছবি দেখা গিয়েছে, তা দেখে লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম বলেও ভুল হতে পারে। কোন বিমানে যাবেন, তার কোনও ঠিক নেই। তবু তল্পিতল্পা নিয়ে বসে আছেন তাঁরা। এরপরই প্রকাশ্যে এল মর্মান্তিক এই ছবি।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, বিমানবন্দরে প্রবল হট্টগোলের মধ্যেই গুলি চলে। গুলির আওয়াজ পেয়েই সবাই হুড়োহুড়ি শুরু করেন। কেউ বিমানে ওঠার চেষ্টা করেন। আবার কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময়ই পাঁচ জনের মৃত্যু হয় বলে খবর। বিমান ওড়া আদৌ সম্ভব হবে কি না, এভাবে যাত্রা প্রাণঘাতী হবে কি না, তা না ভেবেই বিমানে চড়েছিলেন বহু মানুষ। তাঁদের নিয়ে কাবুল বিমানবন্দর থেকে বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিপত্তি। উড়ন্ত টায়ার থেকে পড়ে গেলেন ২ জন। মৃত্যু হয়েছে তাঁদের। মর্মান্তিক ওই ঘটনার ভিডিও দেখে শিউড়ে উঠছেন প্রত্যেকে।