রাজ্য

রাজ্যে লাখ ছাড়িয়েও থামছে না করোনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকের সময় বাংলাকে আরও উদ্যোগ নিতে বলেছেন। করোনা রোধ করতে আরও বেশি করে পরীক্ষা করাতে পরামর্শ দিয়েছেন। পাল্টা মুখ্যমন্ত্রীও ফিরিস্তি শুনিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গে মারণ ভাইরাস করোনাকে রোখা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। বাংলাতে সেই ধারা অব্যাহত রইল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় রেকর্ড সংখ্যক ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯৩১ জন। যার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,০১,৩৯০। তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৪৯ জন মানুষের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২,১৪৯।
জানা গিয়েছে, ৬১টি ল্যাবে টেস্ট হচ্ছে এখন রাজ্যে। আর গত ২৪ ঘণ্টায় মোট ২৭ হাজার ০১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ১১ লক্ষ ৫৯ হাজার ২১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে বাংলায়। প্রতি ১০ লক্ষ জনসংখ্যা অনুপাতে সংখ্যাটা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৮০ জন। পশ্চিমবঙ্গে কিছু এলাকায় ইতিমধ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে। ফলে করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট বৃদ্ধি পাওয়া স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আর রাজ্যের মধ্যে কলকাতা নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হওয়ার মতো পরিস্থিতি দেখা দিচ্ছে। এখনও পর্যন্ত কলকাতায় ২৯ হাজার ১৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছে ৭১১ জন। শুধু কলকাতাতেই করোনায় প্রাণ গিয়েছে ৯৮০ জনের। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই মারা গিয়েছেন ১৮ জন। আর
আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই জেলায় এখনও পর্যন্ত ২১ হাজার ৬৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৯৯ জন।