দেশ লিড নিউজ

কৃষক বিদ্রোহ – বন্ধ দিল্লি গাজিয়াবাদ রোড

আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ-এর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে বসতে চলেছেন। ইতোমধ্যেই তিনি অমিত শাহর বাড়িতে পৌছেছেন, পাশাপাশি কৃষক সংগঠনগুলির সঙ্গেও কেন্দ্র আজ বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রের আশ্বাস, নয়া কৃষি আইন সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীবর্গ কৃষকদের সঙ্গে কথা বলবেন। তার আগে সাত নম্বর দিনেও কৃষক বিদ্রোহে দিল্লিতে নৈরাজ্যের পরিস্থিতি। দিল্লি গাজিয়াবাদ রোড আপাতত বন্ধ।

এই আবহে রেভলিউশনারি কৃষি ইউনিয়নের প্রেসিডেন্ট দর্শন পাল বলছেন, বিশেষ সংসদ অধিবেশন করে প্রত্যাহার করতে হবে এই আইন। আগামী ৫ ডিসেম্বরে মধ্যে যদি তাদের দাবিদাওয়া না মানা হয় তবে মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে পালিত হবে প্রতিবাদ কর্মসূচি। লোকসংঘর্ষ মোর্চাও দ্বার্থ্যহীন ভাষায় বলছে আজই কেন্দ্রের শেষ সুযোগ।

এই পরিস্থিতিতে কোন পথে সমাধানসূত্র বেরোবে সব পক্ষই তা নিয়ে উদ্বিগ্ন। রাহুল গান্ধি বলছেন, ‘ঝুট কি লুঠ কি সুট-বুট কি সরকার।’